ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নান্দাইলে ‘জয়িতা’ হলেন পাঁচ সফল নারী

প্রকাশিত: ০৩:৪১, ৯ ডিসেম্বর ২০১৯

নান্দাইলে ‘জয়িতা’ হলেন পাঁচ সফল নারী

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ নানা ক্ষেত্রে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে ‘জয়িতা’ নির্বাচন করে পুরুস্কার দিয়েছেন নান্দাইল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এ পুরুস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী’ ক্যাটাগরিতে জয়িতা পুরস্কার পেয়েছেন শহীদের স্ত্রী রানুয়ারা বেগম। শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাবলী দাস, সফল জননী হিসেবে ইছমত আরা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী তাসলিমা বেগম ও সমাজ উন্নয়নে অসমান্য অবদান রাখা মনোয়ারা জুয়েলকে জয়িতা পুরুস্কার দেওয়া হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মনোয়ারা জুয়েল, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তাহমিনা বেগম লাভলী ও মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে জয়িতা পদক প্রাপ্ত পাঁচ সফল নারীর জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরেন মহিলা বিষক কর্মকর্তা।
×