ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

প্রকাশিত: ২২:২৯, ৯ ডিসেম্বর ২০১৯

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর

অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ অসুস্থতা কাটিয়ে বাড়ি ফিরলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। রবিবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এ দিন বিকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি এই গায়িকা। রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে ৯০ বছর বয়সী গায়িকা স্বভাবচিত ভঙ্গীতে লেখেন, ''নমস্কার, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। আমার নিউমোনিয়া হয়েছিল।'' আরও একটি টুইটে তাকে সুস্থ করে তোলার জন্য ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন লতা মঙ্গেশকর। এদিকে, লতা মঙ্গেশকরের সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এর আগে, গত ১১ নবেম্বর মাঝরাতে আচমকা শ্বাসকষ্ট শুরু হলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। সেখানে তার নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে বলে সেইসময় পরিবার সূত্রে জানা যায়। সেই থেকে হাসপাতালেই ছিলেন তিনি।
×