ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাসাগরে অক্সিজেন ঘাটতি

প্রকাশিত: ০৯:৫১, ৯ ডিসেম্বর ২০১৯

 মহাসাগরে অক্সিজেন ঘাটতি

জলবায়ু পরিবর্তন ও দূষণের ফলে মহাসাগরের অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, বাড়ছে তাপমাত্রা। এর ফলে মহাসাগরের অনেক প্রজাতির মাছ ও জলজপ্রাণী অস্তিত্ব সঙ্কটের মুখে পড়ছে। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণবিষয়ক সংস্থা আইইউসিএনের প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। কয়েক দশক ধরে মহাসাগরে পুষ্টির পরিমাণ উল্ল্খেযোগ্য হারে কমে আসছে বলে জানানো হলেও এবার গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন মহাসাগরে অক্সিজেনের সঙ্কটকে আরও গুরুতর করে তুলছে। আইইউসিএনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০ সালে বিশ্বের বিভিন্ন মহাসাগরের ৪৫ স্থানে অক্সিজেনের স্বল্পতা দেখা গেছে। বর্তমানে এই সঙ্কট বিভিন্ন মহাসাগরের ৭০০ স্থানে পাওয়া গেছে। মহাসাগরে অক্সিজেনের এই স্বল্পতা টুনা মাছ, মারলিন ও হাঙ্গরসহ বিভিন্ন প্রজাতির জলজপ্রাণীর জন্য হুমকি তৈরি করেছে। খামার ও শিল্প প্রতিষ্ঠানের নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় রাসায়নিক পদার্থের প্রবাহ সমুদ্রে দীর্ঘদিন ধরে হুমকি সৃষ্টি করছে। সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা হ্রাসের জন্য প্রাথমিকভাবে এসব রাসায়নিক পদার্থ দায়ী, বিশেষ করে উপকূলীয় এলাকায়। তবে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের হুমকি অতীতের তুলনায় বেড়েছে। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গ্রীন হাউসের প্রভাব বাড়ছে। ফলে তাপ শোষণ করছে মহাসাগর। যেজন্য পানিতে অক্সিজেনের পরিমাণ কমছে। -বিবিসি
×