ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তেঁতুলিয়ায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

প্রকাশিত: ০৯:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯

তেঁতুলিয়ায় প্রতিদিনই কমছে তাপমাত্রা, বাড়ছে শীত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দিন যতই যাচ্ছে হিমালয় ঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যারোমিটারের পারদ নেমে আসছে। শুধু তেঁতুলিয়ায় নয়, জেলার সর্বত্রই প্রতিদিন কমছে দিনের তাপমাত্রা। গত ৩ দিন থেকে ১ ডিগ্রী করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। মৌসুমের প্রথম শীত ও রাতভর হিমেল বাতাস শুরু হওয়ায় লোকজন লেপ, কম্বল ও সন্ধ্যার পর থেকেই গরম কাপড় ব্যবহার শুরু করেছে। তবে, দিনের সূর্য ওঠার পরই দেখা যাচ্ছে বিপরীতধর্মী চিত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিলছে ঝলমলে রোদের দেখা। রাতে আকাশ থাকছে কুয়াশামুক্ত আর দিনে মেঘমুক্ত আকাশে ঝলমলে রোদ। আবহাওয়ার বৈচিত্রতায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগবালাই। বিশেষ করে ছোট শিশুরা জ্বর, সর্দিসহ কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এরপরও উত্তরের হিমেল বাতাসের প্রভাবে দু’দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা দেশের মধ্যে সবচেয়ে কম। যা দেশের মধ্যে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রবিবার। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। গত বছরের একইদিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা এ বছরের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস বেশি। শনিবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস ও শুক্রবার ছিল ১০ ডিগ্রী সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, বাতাস কম হলে কুয়াশার পরিমাণ বাড়ে এতে তাপমাত্রাও বেশি থাকে। বাতাস থাকলে কুয়াশার পরিমাণ কমে যায়। এতে রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে শীতের তীব্রতা। এ জন্য অন্যান্য জেলার চেয়ে অনেক আগেই পঞ্চগড়ে শীত নামে। এ জেলায় শীতের তীব্রতাও থাকে বেশি এবং শীতের স্থায়িত্বও বেশিদিন থাকে বলে সূত্রটি জানায়। সূত্রমতে, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস আর বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস এবং রবিবার সর্বনিম্ন ৮ ডিগ্রী সেলসিয়াস ও সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, তিনদিন ধরে সন্ধ্যার পরে শুরু হওয়া হিমেল বাতাসে প্রতিদিন কমছে তাপমাত্রা। রাতে বাতাস থাকলেও কুয়াশা নেই, আর দিনের বেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশে ঝলমলে রোদের উষ্ণতায় সকাল ৯টার পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ছে বলে তিনি জানান। তিনি আবহাওয়া অধিদফতর ও পূর্বাভাস কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে বলেন, এ মাসে ক্রমান্বয়ে রাতের তাপমাত্রা কমবে এবং এ মাসের শেষের দিকে দুই থেকে তিনটি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের কাপড় ব্যবসায়ী সেলিম বলেন, শনিবার থেকে দোকানে লোকজনের ভিড় দেখা যাচ্ছে। কমদামে গরম কাপড় মেলায় লোকজন সেকেন্ড হ্যান্ড সোয়েটার, জ্যাকেট ছাড়াও অন্যান্য গরম কাপড় কিনছেন। সিভিল সার্জন ডাঃ মোঃ নিজাম উদ্দীন বলেন, রাতে ঠা-া থাকলেও দিনের বেলা রোদ থাকছে। এতে গরম ও ঠা-ায় শীতজনিত নানা রোগ দেখা দিতে পারে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে এই সময়টাতে অতিরিক্ত যতœশীল হতে হবে। উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে রবিবার সকাল ৬টা হতে ৯টা পর্যন্ত ছিল কুয়াশাচ্ছন্নে শীতের আক্রমণ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসে। তাপমাত্রার পারদ নামছে, এটি আরও নামার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলছে স্থানীয় আবহাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকে খানিকটা বেশি থাকায় সন্ধ্যের পর কুয়াশা ও শৈত্যপ্রবাহের পরিমাণ বেড়েছে। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র মতে, দেশের সর্বনিম্ন তাপমাত্রায় দ্বিতীয় স্থানে ছিল দিনাজপুর ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, নীলফামারীর ডিমলায় ১১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রী, সৈয়দপুরে ১২ দশমিক ৫ ডিগ্রী এবং রংপুরে ১৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। দেখা যায় উত্তুরী হিমেল বাতাসের সঙ্গে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
×