ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ কীর্তিমান নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে আজ

প্রকাশিত: ০৯:৪৭, ৯ ডিসেম্বর ২০১৯

 পাঁচ কীর্তিমান নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হবে  আজ

স্টাফ রিপোর্টার ॥ নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী আজ সোমবার। মহিমান্বিত সেই দিনটিতে আপন আলোয় সমাজকে আলোকিত করা এই চিন্তাবিদ, সমাজ সংস্কারক ও সাহিত্যিকের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে পাঁচ কীর্তিমান নারীকে প্রদান করা হবে তার নামাঙ্কিত সম্মাননা। নারী শিক্ষা, নারীর অধিকার, আর্থ-সামাজিক উন্নয়নসহ সাহিত্য ও সংস্কৃতির নানা শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা জানানো হবে। ২০১৯ সালের বেগম রোকেয়া পদকের জন্য নির্বাচিত এই পাঁচ নারী হলেন সেলিনা খালেক, ড. নুরুন্নাহার ফয়জননেসা, অধ্যক্ষ শামসুন্নাহার, পাপড়ি বসু ও বেগম আখতার জাহান। আজ সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্ত নারী ব্যক্তিত্ব বা তাদের পরিবারের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ‘বেগম রোকেয়া পদক ২০১৯’-এর জন্য বিশিষ্ট নারীদের মনোনয়ন চূড়ান্ত করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
×