ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশজনের দল নিয়েও জিতল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০০:০১, ৮ ডিসেম্বর ২০১৯

দশজনের দল নিয়েও জিতল রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক ॥ দিনের প্রথম ম্যাচ খেলায় চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। দশজনের দল নিয়েও বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছিল তারা। কিন্তু দিনের শেষ ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৫-২ গোলের জয়ে ফের শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা। অবশ্য পয়েন্টের দিক দিয়ে দুই দলেরই সংগ্রহ সমান ৩৪। গোল গড়ে এগিয়ে থাকায় উপরে রয়েছে বার্সা। ১৫ ম্যাচ শেষে বার্সেলোনার জয় ১১, ড্র ১ ও পরাজয় ৩টিতে। অন্যদিকে সমান ম্যাচে রিয়ালের জয় ১০, ড্র ৪ ও পরাজয় মাত্র ১ ম্যাচে। দুই দলেরই পয়েন্ট সমান ৩৪। তবে গোল ব্যবধান বার্সেলোনার যেখানে ২৩, রিয়ালের রয়েছে ২১। অবশ্য শনিবার রাতের ম্যাচের আগে এটি ছিলো ১৯। এসপানিওলের জালে জোড়া গোল করে ব্যবধানটাও বাড়িয়ে নিয়েছে জিনেদিন জিদানের দল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ৩৭ মিনিটের মাথায়। প্রথম গোলটি করেন রাফায়েল ভারানে। দ্বিতীয়ার্ধে ফিরে ৭৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এর মিনিট চারেক পর লাল কার্ড দেখেন রিয়ালের ফরাসি ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। ফলে দশজনের দলে পরিণত হয় তারা। এ সুযোগটি অবশ্য নিতে পারেনি এসপানিওল। রিয়াল পায় ২-০ গোলের জয়।
×