ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামাগুড়ি প্রতিযোগিতা

প্রকাশিত: ১১:২০, ৮ ডিসেম্বর ২০১৯

হামাগুড়ি প্রতিযোগিতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের হামাগুড়ি প্রতিযোগিতার ভিডিও ভাইরাল হয়েছে। শিশুদের এই প্রতিযোগিতায় শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টানটান উত্তেজনা সঙ্গে কেউই হাসি চেপে রাখতে পারবেন না। যুক্তরাষ্ট্রের নিউ অরনিসে মুখোমুখি হয়েছিল দুই বাস্কেটবল প্রতিদ্বন্দ্বী পেলিকানস ও থান্ডার। কিন্তু সেদিন আসল মজা লুকিয়ে ছিল ম্যাচের বিরতিতে। দর্শকদের জন্য ঘোষণা করা হয়, একটি অভিনব প্রতিযোগিতার। যেখানে পূর্ণবয়স্ক দর্শকরা নন, তাদের শিশুরা অংশ নেবেন এক দৌড় প্রতিযোগিতায়। তবে দৌড় নয় সেটিকে হামাগুড়ি বলাই ভাল। কারণ হামাগুড়ি দেয় এমন বাচ্চারাই সেই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। এই হামাগুড়ি প্রতিযোগিতার ভিডিওতে দেখা যাচ্ছে, বাস্কেটবল কোর্টের মাঝে একটু দূরত্বে দুটি সাদা-কালো চেক ম্যাট পাতা হয়েছে। আর সেই ম্যাটে শিশু হামাগুড়ি প্রতিযোগিতার জন্য তৈরি করছেন মা-বাবারা। প্রতিযোগিতা শুরু হবার পর প্রত্যেকে তাদের সন্তানদের এগিয়ে নেয়ার চেষ্টা করেন। কোন শিশু এগোচ্ছে তো তার থেকে আরও বেশি পিছিয়ে যাচ্ছে। কেউ আবার অন্য শিশুর সঙ্গে খেলায় মত্ত হয়ে যাচ্ছে।-নিউজ ১৮
×