ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তরের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

প্রকাশিত: ১১:২০, ৮ ডিসেম্বর ২০১৯

উত্তরের আট জেলায় মৃদু শৈত্যপ্রবাহ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বড়দিনের আগেই মাঝ ডিসেম্বরে কনকনে ঠা-ার আশঙ্কা করা হচ্ছে। চলছে ঠাণ্ডার আমেজ। নীলফামারীসহ উত্তরাঞ্চলের আট জেলায় কোথাও কোথাও তাপমাত্রা নেমে যাওয়ার ফলে মৃদু শৈত্য প্রবাহের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে হিমালয় পর্বত সংলগ্ন পঞ্চগড়ের মহানন্দ নদীর তীর তেঁতুলিয়ায় ৯ ডিগ্রী সে.। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র মতে, শুক্রবারের চেয়ে এক ডিগ্রী কমেছে। ওইদিন ছিল ১০ ডিগ্রী সে.। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রায় দ্বিতীয় স্থানে ছিল কুড়িগ্রামের রাজাহাট। শুক্রবার এখানে ১৫ ডিগ্রী সে. থাকলেও শনিবার ৪ ডিগ্রী নেমে ১১ ডিগ্রী সে. হয়েছে। নীলফামারীর ডিমলায় ১২ ডিগ্রী, সৈয়দপুরে ১৩ , রংপুরে ১৪ দশমিক ২ ও দিনাজপুরে ১৩ দশমিক ৫ ডিগ্রী সে.। এলাকায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্য প্রবাহ। ঠাণ্ডা হাওয়া এবং কুয়াশার জেরে কাবু হতে শুরু করেছে মানুষজন। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ নামছে। এটি আরও নামার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস বলছে স্থানীয় আবহাওয়া অফিস।
×