ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জার্মান ভার্সিটিতে ‘ইয়াং পলিমার সায়েন্টিস্ট’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশী

প্রকাশিত: ১১:১০, ৮ ডিসেম্বর ২০১৯

জার্মান ভার্সিটিতে ‘ইয়াং পলিমার সায়েন্টিস্ট’ পুরস্কার পেলেন দুই বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ জার্মানির হালে বিশ্ববিদ্যালয়ে ‘ইয়াং পলিমার সায়েন্টিস্ট’ পুরস্কার পেয়েছেন সেখানকার দুই বাংলাদেশী শিক্ষার্থী। তারা হলেন- সারমিন রিতু ও আবির তালুকদার। খবর বিডিনিউজের। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও মনোযোগী করার জন্য প্রতিবছর মেধা তালিকাভিত্তিক তিনজন শিক্ষার্থীকে এ পুরস্কার দেয় হালে বিশ্ববিদ্যালয়। সম্মানী হিসেবে দেয় সনদ ও এক বছর মাসিক হারে ১৫০ ইউরো। এ বছর তিনজন পুরস্কার বিজয়ীর মধ্যে দু’জন বাংলাদেশী শিক্ষার্থী। বাকি একজন তিউনিসিয়ার নাগরিক। সারমিন রিতু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে ব্যাচেলর শেষ করে মার্টিন লুথার বিশ্ববিদ্যালয়ে পলিমার ম্যাটেরিয়াল সায়েন্সে মাস্টার্স কোর্সে ভর্তি হন। অন্যদিকে আবির তালুকদার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে লেদার ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর সম্পন্ন করে জার্মানিতে একই বিশ্ববিদ্যালয়ে একই কোর্সে মাস্টার্স করছেন।
×