ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মহিউদ্দিন ফের সভাপতি, বকর সম্পাদক

প্রকাশিত: ১১:০৯, ৮ ডিসেম্বর ২০১৯

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মহিউদ্দিন ফের সভাপতি, বকর সম্পাদক

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। নতুন সাধারণ সম্পাদক হয়েছেন বালুচর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আবু বকর সিদ্দিক। শনিবার বেলা ১১টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মহিউদ্দিন। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান। সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ও সাবেক ছাত্রনেতা সুবীর চক্রবর্তীর সঞ্চালনায় সম্মেলনে নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। বিকেল ৪টা পর্যন্ত প্রথম অধিবেশন চলে। পরে বিকেল ৫টায় দ্বিতীয় অধিবেশন হয় কাউন্সিলরদের নিয়ে। আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদকের এই নাম ঘোষণা করা হয়। এই সম্মেলনে আরও অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা মোঃ গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং জেলা, উপজেলা ও ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেনের নেতৃত্বে তার অনুসারী নেতাকর্মীরা ধানম-ির দলীয় সভানেত্রীর কার্যালয়ে গিয়ে বিএনপি-জামায়াত কর্মীদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের অভিযোগ তুলে। এ প্রেক্ষিতে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশক্রমে সিরাজদিখানসহ মুন্সীগঞ্জ আওয়ামী লীগের অনুষ্ঠিতব্য সব সম্মেলন স্থগিত করার নির্দেশ দেন দাবি করে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন বলেন, কেন্দ্রের নির্দেশ অমান্য করেই এই সম্মেলন করা হয়েছে। তাই তিনি এই সম্মেলনে অনুপস্থিত ছিলেন বলে জানান। অন্যদিকে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সাপেক্ষেই নিয়মতান্ত্রিকভাবে সংশ্লিষ্ট সকলের সরব উপস্থিততিতেই এই সম্মেলন হয়েছে।
×