ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রী দেবে ঢাবি

প্রকাশিত: ১১:০৬, ৮ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ ডিগ্রী দেবে ঢাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগামী সমাবর্তনে মরণোত্তর ‘ডক্টর অব লজ’ ডিগ্রী দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার ঢাবির ৫২তম সমাবর্তন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামন এ সিদ্ধান্তের কথা জানান। উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্র্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রেজিস্ট্রার মোঃ এনামউজ্জামান, ৫২তম সমাবর্তন প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়া রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন। উপাচার্য জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তাকাকি কাজিতা। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রী প্রদান করা হবে। ৫২তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০ হাজার ৭শ’ ৯৬ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। অনুষ্ঠানে ৭৯ কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক, ৫৭ জনকে পিএইচডি, ছয়জনকে ডিবিএ এবং ১৪ জনকে এম ফিল ডিগ্রী প্রদান করা হবে। অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটগণ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বলে জানান উপাচার্য। বরাবরের মতো এবারও সমাবর্তন ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। সমাবর্তনের দিন বেলা ১১টা ২০ মিনিটে কার্জন হল থেকে শোভাযাত্রা শুরু হবে। গ্র্যাজুয়েটদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের সুইমিংপুল সংলগ্ন গেট দিয়ে সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে সমাবর্তনস্থলে প্রবেশ করতে হবে। অন্যদিকে আমন্ত্রিত অতিথিদের জিমনেসিয়াম সংলগ্ন গেট দিয়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে প্রবেশ করতে বলা হয়। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র ও জাতীয় পরিচয়পত্র বা আইডিকার্ড, পাসপোর্ট দেখাতে হবে। আমন্ত্রণপত্রটি হস্তান্তরযোগ্য নয়। মোবাইল ফোন, হাতব্যাগ, ব্রিফকেস, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস, ছাতা ও পনির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর, ঢাকা মেডিক্যাল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর-হাইকোর্ট মোড় পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজ বন্ধ রাখার অনুরোধ করেন উপাচার্য।
×