ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ত্যাগী কর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে : হাসানাত

প্রকাশিত: ০৯:১২, ৭ ডিসেম্বর ২০১৯

ত্যাগী কর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে  : হাসানাত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, নেতা হতে গেলে জনপ্রিয় হতে হয়। বাহির থেকে দলে দলে লোক আনার দরকার নেই, দলে অসংখ্য কর্মী সমর্থক রয়েছে। দলের ত্যাগীদের বাদ দিয়ে হাইব্রিডদের দলে আনার দরকার নেই। দুর্দীনে ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই দলকে বাঁচিয়ে রেখেছে, তাদেরও বাঁচাতে হবে। যারা দায়িত্ব পাবেন তারা বিষয়টি খেয়াল রাখবেন। শনিবার বেলা এগারোটায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস-দুর্নীতি, মাদক ও চাঁদাবাজির বিরদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ শুদ্ধি অভিযান সফল করতে দলের সকলকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজি ও চাঁদাবাজিকে না বলতে হবে। উজিরপুর বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রধান অতিথি সম্মেলনের উদ্বোধণ করেন। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ। সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু।
×