ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিএসসিসি নতুন ১৮ টি ওয়ার্ডকে আধুনিক সুবিধাসম্পন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে : মেয়র খোকন

প্রকাশিত: ০৬:৩৬, ৭ ডিসেম্বর ২০১৯

ডিএসসিসি নতুন ১৮ টি ওয়ার্ডকে আধুনিক সুবিধাসম্পন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে : মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮ টি ওয়ার্ডকে আধুনিক সকল সুবিধাসম্পন্ন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার বিকেলে মেয়র ১৯ টি নব নির্মিত সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও ৩টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় মেয়র এসব কথা বলেন। এসময় স্থাানীয় এমপি হাবিবুর রহমান মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, ওয়ার্ড কাউন্সিলরগন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, প্রধান প্রকৌশলী রেজাউল করিম ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেয়র খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে নব সংযুক্ত ৯টি ওয়ার্ডে ৫৫৪ কোটি টাকা ব্যয়ে ৫১৪টি সড়কের নির্মাণকাজের মধ্যে ইতোমধ্যে ৪৬৬টি সড়কের নির্মানকাজ সমাপ্ত হয়েছে। মোট ৪৪ টি প্যাকেজের আওতায় নতুন সড়ক, নর্দমা, ফুটপাত নির্মান, এলইডি বাতি স্থাপন ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ৪৪টি প্যাকেজের আওতায় ১২৬ কিমি সড়ক, ১২১ কিমি নর্দমা, ৬ কিমি ফুটপাথ এবং ৭৬২০ টি এলইডি বাতি স্থাপন কাজ অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইতোমধ্যে ৫১৪টি সড়কের মধ্যে ৪৬৭টি সড়কের নির্মান কাজ সম্পন্ন হয়েছে যার আওতায় ১০২ দশমিক ২৫কিমি সড়ক ১০২ দশমিক ২৫ কিমি নর্দমা, ৬ কিমি ফুটপাথ নির্মান এবং ৫ হাজার ৩৪৪টি এলইডি বাতি স্থাপন সম্পন্ন করা হয়েছে। মেয়র এসব প্রকল্প উদ্বোধন শেষে মাতুয়াইল আদর্শ স্কুল মাঠ,মৃধাবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এসময় মেয়র বলেন, দক্ষিণ সিটি এলাকার নব নির্মিত অন্যান্য সড়কগুলিও পর্যায়ক্রমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। মেয়র বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা স্বীকার করে বলেন তাঁর প্রকল্প সহায়তা পাওয়ার ফলেই নব সংযুক্ত এ ওয়ার্ডগুলিকে আধুনিকভাবে গড়ে তোলার কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয়। নব সংযুক্ত ওয়ার্ডগুলিতেও মূল ঢাকার মত রাস্তা, নর্দমা, ফুটপাথ নির্মান এলইডি বাতি স্থাপনের মাধ্যমে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে । নাগরিক সুযোগ সুবিধা আধুনিকায়নের ফলে এলাকাবাসীর জীবনযাত্রাতেও গুনগত পরিবর্তন এসেছে। মেয়র সাঈদ খোকন বলেন পুরো দক্ষিণ ঢাকা আজ উন্নয়নের ¯্রােতধারায় বদলে যাওয়া এক আলোকিত নতুন নগরী। পার্ক, খেলার মাঠ উন্নয়ন করে দেয়ার ফলে শিশুদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের সুযোগ সৃষ্টি হয়েছে। এলইডি বাতির স্নিগ্ধ আলোয় একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা বেড়েছে, তাঁরা রাতেও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন অন্যদিকে অন্ধকার দূরীভূত হওয়ায় নানা অপরাধমূলক ঘটনাও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে । এসব বিভিন্ন উন্নয়নকাজ ক্রমশঃ নগরবাসী তথা দেশবাসীর সামনে প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে।
×