ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাবিয়ার সাফল্যে কাটলো স্বর্ণখরা

প্রকাশিত: ০৬:১৬, ৭ ডিসেম্বর ২০১৯

মাবিয়ার সাফল্যে কাটলো স্বর্ণখরা

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ এবারের এসএ গেমসে তিন দিন ধরে স্বর্ণখরা চলছিল বাংলাদেশের। সেই খরার মধ্যে মাবিয়া আক্তার সীমান্ত এনে দিলেন এক পশলা স্বস্তির বৃষ্টি। ৭৬ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া স্ন্যাচে ৮০ কেজি এবং ক্লিন এ্যান্ড জার্কে ১০৫ কেজি, মোট ১৮৫ কেজি ভার তুলে নিজেকে নিয়ে যান সবার ওপরে। এর ফলে মাবিয়া পেছনে ফেলেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি (স্ন্যাচে ৮৩ কেজি ও ক্লিন এ্যান্ড জার্কে ১০১ কেজিসহ মোট ১৮৪ কেজি) এবং নেপালের তারা দেবী (স্ন্যাচে ৭৫ কেজি ও ক্লিন এ্যান্ড জার্কে ৯৭ কেজিসহ ১৭২ কেজি) কেজি। ২০১৬ এসএ গেমসে মাবিয়া স্বর্ণ জিতেছিলেন ৬৩ কেজি ওজন শ্রেণিতে ১৪৯ কেজি ভার তুলে। বাংলাদেশের প্রথম কোন নারী এ্যাথলেট হিসেবে এসএ গেমসের টানা দুই আসরে স্বর্ণজয়ের কৃতিত্ব দেখালেন। এর আগে এসএ গেমসে বাংলাদেশী নারীদের মধ্যে টানা দুই আসরে স্বর্ণ জিতেছিলেন শূটার কাজী শাহানা পারভীন (শূটিংয়ের স্ট্যান্ডাড রাইফেল ইভেন্টে, ১৯৯৩ ও ১৯৯৫ আসরে)।
×