ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে কমলালেবু বাগানে জৈব বালাইনাশক মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৩৫, ৭ ডিসেম্বর ২০১৯

পঞ্চগড়ে কমলালেবু বাগানে জৈব বালাইনাশক মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে কমলালেবু বাগানে পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসার হাবিবুন নবীর কমলালেবু বাগানে কীটতত্ত্ব বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊট গাজীপুর ও কৃষি গবেষণা উপ-কেন্দ্র ঠাকুরগাও এর যৌথ উদ্দ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিষ্টিটিউটের প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দেবাশীষ সরকার। ঠাকুরগাও কৃষি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. এ কে এম খোরশেদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিঊটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আশরাফ উদ্দীন আহম্মেদ, হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন নুর-ই-আলম. বাগান মালিক হাবিবুন নবী ও আসাদুজ্জামান রিপন । মাঠ দিবসে কমলালেবু বাগান মালিক ছাড়াও শতাধিক কৃষাণ, কৃষাণী উপস্থিত ছিলেন।
×