ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কেনিয়ায় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নিহত ৮

প্রকাশিত: ০৪:৪১, ৭ ডিসেম্বর ২০১৯

কেনিয়ায় সন্দেহভাজন জঙ্গিদের হামলায় নিহত ৮

অনলাইন ডেস্ক ॥ কেনিয়ায় একটি বাসে সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে দেশটির পুলিশ ও স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে সোমালিয়া সীমান্তের কাছে কোতুলো এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে সন্দেহ করা হচ্ছে বলে ওয়াজির কাউন্টির পুলিশ কমান্ডার স্টিফেন এনজেটিচের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “সশস্ত্র একদল লোক উত্তর কেনিয়াগামী একটি বাসে অতর্কিতে হামলা চালিয়েছে, আল শাবাব জড়িত বলে আমরা সন্দেহ করছি,” বলেছেন তিনি। সোমালিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে কেনিয়া সেনা পাঠানোর পাল্টায় উত্তর আফ্রিকার এ দেশটিতে আল শাবাব নিয়মিতই জঙ্গি হামলা চালিয়ে আসছে। তাৎক্ষণিকভাবে আল-শাবাবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। কেনিয়ার ব্যক্তি মালিকানাধীন সিটিজেন টিভি কোতুলো এলাকায় সন্দেহভাজন ওই জঙ্গি হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। বন্দুকধারীরা বাসটি থেকে যাত্রীদের বের করে এনে খুব কাছ থেকে গুলি চালিয়ে হত্যা করেছে বলে স্থানীয় এক এলাকাবাসী জানালেও পুলিশ এ সম্বন্ধে বিস্তারিত কিছু বলেনি।
×