ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ীসহ ২জন আটক

প্রকাশিত: ০৪:২৪, ৭ ডিসেম্বর ২০১৯

গফরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ীসহ ২জন আটক

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ ময়মনসিংহের গফরগাঁওয়ে আজ শনিবার সকালে চুরির স্বর্ণসহ গফরগাঁও থানা পুলিশের সহায়তায় দুই জনকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ। ঘটনাটি ঘটে উপজেলার জামতলা মোড়ে মা লক্ষী শিল্পালয়ে। ধানমন্ডি থানা পুলিশ ও গফরগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি থানা এলাকায় ফারজানা ইসলাম নামে এক মহিলার বাসার কাজের মেয়ে রিপা আক্তার (২৫) গত এক মাস যাবত গৃহ পরিচিকা কাজ করে আসছিল। সুযোগ বুঝে রিপা আক্তার নামে গৃহ পরিচিকা ৬ ভরি স্বর্ণসহ এক সপ্তাহ আগে নিখুঁজ হয়। এ ঘটনায় ফারজানা ইসলাম বাদী হয়ে ৬ ডিসেম্বর শুক্রবার ধানমন্ডি থানায় চুরির মামলা দায়ের করেন। পরে শনিবার ভোরে গৃহ পরিচিকা রিপা আক্তারকে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রাম থেকে গ্রেফতার করে জামতলা মোড়ে মা লক্ষী শিল্পালয়ে নিয়ে যায়। এসময় স্বর্ণসহ মা লক্ষী শিল্পালয়ের মালিক শংকর রায়কে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। এ ব্যপারে রিপা আক্তার জানায় ব্যবসায়ী শংকরের কাছে একটি মোটা বিদেশী চেইন ও দুটি হাতের মোটা চুরি (বিদেশী) বিক্রি করে সে। তবে স্বর্ণ ব্যবসায়ী শংকর রায় একথা অস্বীকার করে বলেন, আমি রিপা আক্তার কাছ থেকে তিন আনা স্বর্ণ ছয় হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। ধানমন্ডি থানার এস. আই নাজমুল বলেন, রিপা আক্তারকে গ্রেফতার ও ব্যবসায়ী শংকর রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার জনকন্ঠকে বলেন, ধানমন্ডি থানার মামলায় গফরগাঁও থানা পুলিশের সহায়তায় ২জন কে আটক করে সকালে ধানমন্ডি থানায় নিয়ে গেছেন এস. আই নাজমুল। এ ব্যাপারে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
×