ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুচির হেগ যাত্রার নেপথ্যে অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লোটা

প্রকাশিত: ১০:৪১, ৭ ডিসেম্বর ২০১৯

 সুচির হেগ যাত্রার নেপথ্যে অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লোটা

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে লড়তে আউং সান সুচির নেদারল্যান্ডস যাত্রার পেছনে অভ্যন্তরীণ রাজনীতিতে ফায়দা লোটাই আসল উদ্দেশ্য বলে ধারণা পশ্চিমা বিশ্লেষকদের। মঙ্গলবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের গণহত্যা নিয়ে অভিযোগের প্রথম শুনানি হবে; সুচি এতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। খবর বিডিনিউজের। এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নোবেল শান্তি পুরস্কার জয়ী এ রাজনীতিকের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করবে বলে মনে করা হলেও দেশে তার সমর্থন আরও সুসংহত করছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সুচির পক্ষে একের পর এক সমাবেশ হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটি বলছে, ২০১৬ সালে শেষবার মিয়ানমারের এই ডি ফ্যাক্টো নেত্রীর পশ্চিম ইউরোপ সফরে তাকে বরণ করা হয়েছিল গণতন্ত্রের মানসকন্যা হিসেবে, যিনি তার দেশে অর্ধশতকের সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিকদের হাতে রাজনৈতিক নেতৃত্ব তুলে দেয়ার মূল দায়িত্ব পালন করেছেন। তিন বছর পর আগামী সপ্তাহে সুচি একই মহাদেশে ফিরবেন তার একসময়কার ‘প্রতিদ্বন্দ্বী’ সেনাবাহিনীর ‘গণহত্যার’ পক্ষে সাফাই গাইতে।
×