ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে পদ্মা সেতুতে বসছে তিন স্প্যান

প্রকাশিত: ১০:৩৬, ৭ ডিসেম্বর ২০১৯

বিজয়ের মাসে পদ্মা সেতুতে বসছে তিন স্প্যান

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিজয়ের মাস ডিসেম্বরে তিন স্প্যান উঠতে যাচ্ছে। আগামী সোমবার বা মঙ্গলবার ১৭ ও ১৮ নম্বর খুঁটিতে বসতে যাচ্ছে ১৮তম স্প্যান। সেই লক্ষ্যে ‘৩ই’ নম্বর স্প্যান মাওয়ার কনস্ট্রাকসন ইয়ার্ডে পুরো প্রস্তুত করে রাখা হয়েছে। এরপর ১৬ ডিসেম্বরের দিকে ‘৪সি’ নম্বরের ১৯তম স্প্যান বসার কথা রয়েছে ২১ ও ২২ নম্বর খুঁটির ওপর। এবারের বিজয়ের মাসের তৃতীয় স্প্যানটি বসার কথা রয়েছে ২৯ ডিসেম্বরের দিকে। ‘৩এফ’ নম্বরের এই ২০তম স্প্যান বসবে ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে। আর নতুন বছরের প্রথম জানুয়ারি মাসে আরও চার স্প্যান বসবার কথা রয়েছে। এসব তথ্য দিয়ে দায়িত্বশীল এক প্রকৌশলী শুক্রবার রাতে জনকণ্ঠকে জানিয়েছেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে এখন আর কোনরকম টেকনিক্যাল সমস্যা নেই। তাই সেতুর অগ্রগতি এখন দ্রুত দৃশ্যমান হতে যাচ্ছে। তবে ঠিকদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সময়ের প্রতি আরও যত্নবান হওয়া জরুরী। সেতুর ৪২ খুঁটির মধ্যে ৩৪টি সম্পন্ন হয়েছে। এছাড়া ৬ ও ৩০ এই দুই খুঁটি চলতি মাসেই সম্পন্ন হতে যাচ্ছে। সেতুর ৮, ১০, ১১, ২৬, ২৭ ও ২৯ নম্বর খুঁটির কাজও এগুচ্ছে। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২ খুঁটিতে ৪১টি স্প্যান বসবে। এর আরও দুই স্প্যান বুধবার মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওয়ার্কসপে খালাস করা হয়েছে। এই নিয়ে ৩৩ স্প্যান দেশে এসে পৌঁছেছে। আরও চারটি স্প্যান চীন থেকে মাদার ভার্সেলে করে সমুদ্র পথে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বসে যাওয়া স্প্যানে রেলওয়ে এবং রোডওয়ে স্লাব বসানোর কাজও হরদম চলছে। এ পর্যন্ত রেলওয়ে স্লাব বসে গেছে ৩৮৬টি। আর রোডওয়ে স্লাব বসেছে ১শ’টি। মূল সেতুর দু’প্রান্তে আরও প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজও বেশ এগিয়ে গেছে। এদিকে সাবেক সেতু সচিব এবং বর্তমান মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শুক্রবার পদ্মা সেতু পরিদর্শন করেছেন।
×