ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সকল ধর্মের মানুষের বসবাসের উপযুক্ত দেশ গড়ে তোলা ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১০:৩০, ৭ ডিসেম্বর ২০১৯

 বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সকল ধর্মের মানুষের বসবাসের উপযুক্ত দেশ গড়ে তোলা ॥ পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৬ ডিসেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সুন্দর ও সকল ধর্মের মানুষের বসবাসের উপযুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুর সে স্বপ্নকে বাস্তবায়ন করতে দেয়নি ১৫ আগস্ট কালোরাতে স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলেও তার কন্যা শেখ হাসিনা সৌভাগ্য ক্রমে বেঁচে যান। তারই নেতৃত্বে দেশ আজ একটি সুখী ও সুন্দর বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তিনি দেশের মানুষের জন্য একজন আদর্শ সেবক। দেশের সকল মানুষ যখন ঘুমিয়ে থাকেন তখনও তিনি দেশের মানুষের নিরাপত্তা দেয়ার জন্য সজাগ থাকেন। শুক্রবার দুুপুরে জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ ছাড়া দেশের সকল সরকারের আমলে দেশের হিন্দুদের নির্যাতিত হতে হয়েছে। এ দেশে বিএনপি সরকারের সময়ে সাঈদী, গোলাম আজমসহ মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে প্রতিষ্ঠিত করা হয়েছে।
×