ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিমরাডবিডি -সমুদ্র অর্থনীতির ওয়েবসাইট

প্রকাশিত: ০৯:১৯, ৭ ডিসেম্বর ২০১৯

বিমরাডবিডি -সমুদ্র অর্থনীতির ওয়েবসাইট

ওয়েবসাইটটিতে প্রবেশ করলে কম্পিউটারের পর্দাজুড়ে সমুদ্রের জলরাশির ছবি ভিন্ন আবহ আনে; ঢেউয়ের আছড়ে পড়ার শব্দ শুনে ভিজিটরের বুঝতে এতটুকু অসুবিধে হয় না যে সমুদ্রকে আবর্তিত করেই নির্মিত হয়েছে এই ওয়েবসাইট। ‘হোম অব মেরিটাইম থিংকট্যাঙ্ক’ কথাটি উৎকীর্ণ রয়েছে হোমপেজে। সমুদ্র বিজয়ের পর অনেকটা সময় অতিবাহিত হলেও এখনও প্রত্যাশিত কর্মকান্ডের অগ্রযাত্রা দৃশ্যমান নয়। তবে কাজ শুরু হয়েছে। বাংলাদেশের সমুদ্রসম্পদ এখন পর্যন্ত প্রায় অনাবিষ্কৃত ও অব্যবহৃত। সীমিত পর্যায়ে কিছু পরিমাণ তেল-গ্যাস এবং মৎস্যসম্পদ আহরণ করা হলেও, তার পরিমাণ বিপুল বঙ্গোপসাগরের অফুরন্ত সম্পদের তুলনায় খুবই নগণ্য। এমনকি সমুদ্রসম্পদ সম্পর্কে জরিপ চালানোর উপযোগী জাহাজ পর্যন্ত নেই। সময়ে সময়ে বাপেক্সসহ বিদেশী সহায়তায় যৎসামান্য জরিপ কার্য চালানো হলেও বঙ্গোপসাগরের অমিত ও অপার সম্ভাবনা সম্পর্কে আমরা খুব কম জানি। অথচ বাংলাদেশের রয়েছে সুবিশাল সমুদ্রসীমা। মেরিটাইম অঞ্চলের সম্ভাবনা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি ১৯টি মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিষ্ঠা করা হয়েছে ব্লু-ইকোনমি সেল। গভীর সমুদ্র এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও মৎস্যসম্পদ আহরণের জন্য ১ হাজার ৬০০ কোটি টাকার বহুমুখী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর আওতায় ৯৫০ কোটি টাকা ব্যয়ে কেনা হবে অত্যাধুনিক মাল্টিডিসিপ্লিনারি জাহাজ। বাকি ৬৫০ কোটি টাকা ব্যয় করা হবে অবকাঠামো উন্নয়নসহ গবেষণার কাজে। এ রকম একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিটাইম রিসার্চ এ্যান্ড ডেভেলপমেন্ট (বিমরাড)-এর ওয়েবসাইটের নবযাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিমরাড হলো বাংলাদেশের প্রথম সমুদ্র বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান যা জুলাই ২০১৮ তে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি, যে কোন প্রতিষ্ঠান, সংস্থা বা সংগঠন সম্পর্কে খুব সহজে মানুষের কাছে তুলে ধরার একটি সহজ এবং যুগোপযোগী মাধ্যম হলো প্রতিষ্ঠানটির ওয়েবসাইট। তথ্যবাতায়নটি বিমরাডের এমনই একটি তথ্যবাতায়ন যেখানে প্রতিষ্ঠানটির সকল তথ্য তুলে ধরা হয়েছে। বর্তমানে এ গবেষণা প্রতিষ্ঠানটি সমুদ্র সম্পর্ক এবং নিরাপত্তা; সমুদ্র অর্থনীতি, দক্ষতা এবং সমুদ্রসম্পদ; সমুদ্র বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে গবেষণা করছে। যার বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির চলমান প্রকাশনা, বর্তমান গবেষণা এবং ভবিষ্যত পরিকল্পনাসমূহ তথ্যবাতায়নটিতে বিস্তারিতভাবে আলোকপাত করা হয়েছে। প্রতিষ্ঠানটির অনুষ্ঠিত সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণ এবং প্রকাশিত সংবাদগুলো প্রতিনিয়ত তথ্যবাতায়নটিতে আপলোড ও আপডেট করা হয়। বিমরাডের একটি নিজস্ব ই-লাইব্রেরি রয়েছে যেখানে সমুদ্র বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় বইয়ের সঙ্কলন রয়েছে, এ সম্পর্কে বিস্তারিত উল্লেখ রয়েছে তথ্যবাতায়নটিতে। বিমরাড এ পর্যন্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সম্মতি স¥ারকপত্র (গঙট) স্বাক্ষর করেছে তার বিস্তারিত পরিচিতি রয়েছে তথ্যবাতায়নটিতে। বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ, চট্টগ্রাম, মংলা ও পায়রাবন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ মেরিন একাডেমিসহ বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে রয়েছে বিমরাডের অংশীদারিত্বের সম্পর্ক যার বিস্তারিত তথ্যবাতায়ন টিতে উল্লেখ রয়েছে। বিমরাডের বিভিন্ন ধরনের সদস্যপদের ধরন, যোগ্যতার শর্তাবলি এবং আবেদনের নিয়মাবলি সুন্দর ও সুস্পষ্টভাবে আলোকপাত করা হয়েছে এতে। এছাড়াও বিমরাডে কর্মরত কর্মকর্তাদের পরিচিতি, বিমরাড সম্পর্কিত বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি, চাকরির আবেদনপত্রসহ এবং পাঠক-দর্শকের মতামত প্রকাশ ও প্রদানের সুযোগ রয়েছে তথ্যবাতায়নটিতে। বিমরাড কর্তৃপক্ষ জানিয়েছেন খুব শীঘ্রই ওয়েবসাইটটিতে বাংলা ভার্সন সংযুক্ত হবে। তবে ইতোমধ্যেই বিমরাডের বাংলা প্রকাশনা, বিশেষ করে দ্বিভাষিক পত্রিকা পাল-এ প্রকাশিত যাবতীয় বাংলা লেখা এতে সন্নিবেশিত হয়েছে। আশা করা যায় সমুদ্রসম্পদ, সমুদ্র অর্থনীতি এবং সমুদ্র গবেষণা সম্পর্কে জানতে আগ্রহীরা এই ওয়েবসাইট থেকে উপকৃত হবেন। [email protected]
×