ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ৭০কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০৬:০২, ৬ ডিসেম্বর ২০১৯

গাজীপুরে ৭০কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ৭০ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের একজনকে আটক করেছে র‌্যাব-১’র সদস্যরা। এসময় তার কাছ থেকে মোবাইল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আজ শুক্রবার র‌্যাব-১ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সারওয়ার-বিন-কাশেম এ তথ্য জানিয়েছেন। আটককৃতের নাম- জামাল হোসেন (৩৫)। সে ব্রাহ্মনবাড়ীয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। র‌্যাব-১এর ওই কর্মকর্তা জানান, ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজার একটি বড় চালান নিয়ে আনে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্যরা। পরে মাদকের ওই চালানটি পিকআপ যোগে গাজীপুর হয়ে টাঙ্গাইলের দিকে নিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। এ গোপন সংবাদ পেয়ে বৃহষ্পতিবার রাতে উত্তরা র‌্যাব-১’র একটি আভিযানিক দল গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানাধীন কামার গাঁও এলাকার রানা সিএনজি স্টেশনের সামনে ঢাকা বাইপাস (ভুলতা-নাওজোর) সড়কের উপর অভিযান চালায়। র‌্যাব সদস্যরা একটি পিকআপের গতিরোধ করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য জামাল হোসেনকে (৩৫) আটক করে। র‌্যাব সদস্যরা ওই পিকআপের পাটাতনের একটি গোপন প্রকোষ্ঠ হতে ৭০ কেজি গাঁজা ও ১টি মোবাইল জব্দ করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই পিকআপটিও জব্দ করা হয়। র‌্যাব’র কর্মকর্তা আরো জানান, আটককৃত ব্যক্তি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মনবাড়ীয়া জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজার চালান নিয়ে আসে। পরবর্তীতে সেগুলো অভিনব কায়দায় বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করা হয়। ব্রাহ্মনবাড়ীয়ার জনৈক মাদক ব্যবসায়ী মাদকের চালান আটক উক্ত জামাল হোসেনের মাধ্যমে ঢাকা ও আশেপাশের এলাকায় নিয়ে সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে। এজন্য চালান প্রতি তাকে ৩০হাজার টাকা করে দেয়া হতো বলে আটককৃত জামাল জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
×