ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় পোল্ট্রি ফার্মে আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশিত: ০৪:৫২, ৬ ডিসেম্বর ২০১৯

নওগাঁয় পোল্ট্রি ফার্মে আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি পোল্ট্রি ফার্ম ভস্মীভূত হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বুড়িদহ বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ফার্ম মালিক আলমগীর হোসেন জানান, ‘আমি একজন হতদরিদ্র যুবক। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে অনেক কষ্টে পোল্ট্রি ফার্মটি চালু করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় ফার্মে আলো দেয়ার জন্য বিদ্যুতের সুইচ অন করি। এর কিছু পরেই ফার্মটিতে আগুন ধরে যায়।’ তিনি আরও বলেন, আগুনে ফার্মের ৫ শতাধিক মুরগি পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়েছে মুরগির খাবারের জন্য মজুদকৃত ফিড। ক্ষতিগ্রস্থ হয়েছে পুরো সেড। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি। উপজেলার প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
×