ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোর মুক্তদিবসে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:১১, ৬ ডিসেম্বর ২০১৯

যশোর মুক্তদিবসে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মুক্ত দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘যশোর মিনি ম্যারাথন’। সকাল সোয়া ৮টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রফিকুল হাসান যশোর কালেক্টরেট চত্বরে ‘যশোর মিনি ম্যারাথন ২০১৯’-এর উদ্বোধন করেন। জাগরণী চক্র ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক- অদিতি আরজু, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নওয়াজ ও পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. আজিজুল হক এ সময় উপস্থিত ছিলেন। কালেক্টরেট চত্বর থেকে শুরু হওয়া মিনি ম্যারাথন বঙ্গবন্ধু মুরাল হয়ে বিমান অফিসের পাশ দিয়ে পালবাড়ি মোড়-আরবপুর-ধর্মতলা হয়ে সরকারি মহিলা কলেজের সামনে দিয়ে যশোর পৌরসভার রাস্তা ধরে জজকোর্ট মোড় পেরিয়ে মুজিব সড়ক দিয়ে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। ১১০ জন প্রতিযোগী যশোর মিনি ম্যারাথনে অংশ নেন। যশোর মিনি ম্যারাথন শেষে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় চত্বরে আয়োজন করা হয় ‘পুরস্কার প্রদান অনুষ্ঠান’। যশোরের পুলিশ সুপার মঈনুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন. এস. বিশ্বাস। বিজয়ীকে নগদ অর্থ, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা পুরস্কার দেয়া হয়েছে। যশোর মিনি ম্যারাথন ২০১৯ এর বিজয়ীরা হয়েছেন পুরুষ বিভাগে মুজাহিদ শেখ (প্রথম), মো. আল আমিন (দ্বিতীয়) ও মো. আলামিন (তৃতীয়) এবং নারী বিভাগে তানজিলা(প্রথম), সুরাইয়া আক্তার (দ্বিতীয়) ও খাদিজা (তৃতীয়)।
×