ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইভীকে হত্যা চেষ্টা ॥ ২২ মাস পর মামলা

প্রকাশিত: ১১:২৩, ৬ ডিসেম্বর ২০১৯

আইভীকে হত্যা চেষ্টা ॥ ২২ মাস পর মামলা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর বঙ্গবন্ধু সড়কের ফুটপাথ থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে আদালতে মামলা হয়েছে। ২০১৮ সালের ১৬ জানুয়ারি এ ঘটনা ঘটার ২২ মাস পর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা জিএমএ সাত্তার বাদী হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নয় নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯শ’ থেকে এক হাজার জনকে আসামি করে মামলা করেন। বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালতে মামলার আবেদন করলে আদালত সেটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা জিএমএ সাত্তার এ বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। এদিকে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেছেন, মেয়র আইভী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় প্রার্থী হয়ে তিনি হাইকোর্টে সরকারকে বিবাদী করেছেন। আর নিম্ন আদালতে আওয়ামী লীগের নেতাদের আসামি করলেন। নাসিকের ভারপ্রাপ্ত আইন কর্মকর্তা জিএমএ সাত্তার জানান, ২০১৮ সালের ১৬ জানুয়ারি বিকেল চারটায় মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী জনসচেতনতা বাড়াতে একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি নগরীর চাষাঢ়া সায়াম প্লাজা মার্কেটের সামনে এলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নেতৃত্বে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে বিপুলসংখ্যক হকারকে সঙ্গে নিয়ে চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলর, সাংবাদিকসহ ৪৩ জন আহত হয়। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও তার সঙ্গে থাকা লোকজন মানব ঢাল তৈরি করে তাকে রক্ষা করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল জানান, ২২ মাস পরে মামলা দায়েরের ঘটনা এবং সেই মামলায় আওয়ামী লীগের ত্যাগী নেতাদের আসামি করাটাই প্রমাণ করে মেয়র আইভী আগেও দলে ছিলেন না এখনও নেই। তাদের কাঁধে এখনও বিএনপি-জামায়াতের ভূত বসে আছে। তাদের এসব কর্মকা- দলের জন্য সুখকর কোন বার্তা বয়ে আনবে না।
×