ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রায়ের কপি উচ্চ আদালতে

প্রকাশিত: ১১:২৩, ৬ ডিসেম্বর ২০১৯

রায়ের কপি উচ্চ আদালতে

স্টাফ রিপোর্টার ॥ দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টিকারী বহুল আলোচিত গুলশান হলি আর্টিজান হামলা মামলার সাত আসামির মৃত্যুদ-ের অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার যাবতীয় কার্যক্রম হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে এ রায়ের কপি উচ্চ আদালতে পৌঁছে। সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি দুই ভাগে ভাগ করা হয়েছে। ‘এ’ ভাগে ১৫৯৮ পৃষ্ঠা আর ‘বি’ ভাগে ৭০৭ পৃষ্ঠা। মোট ২৩০৫ পৃৃষ্ঠার রায়ের কপি আমরা সরাসরি উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ নবেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্র্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
×