ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আশুলিয়ায় দুই পোশাক কারখানায় আগুন

প্রকাশিত: ১১:২২, ৬ ডিসেম্বর ২০১৯

আশুলিয়ায় দুই পোশাক কারখানায় আগুন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ও সাভার ॥ আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় এ্যানন টেক্স ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ডিইপিজেড এলাকায় শর্শা ডেনিমস পোশাক কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ২ ঘণ্টার বেশি সময় চেষ্টায় উভয় কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মকর্তারা । বৃহস্পতিবার রাতে দমকল বাহিনীর সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে ৪টার দিকে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া সড়কের বেড়িবাঁধ এলাকায় এ্যানন টেক্স পোশাক কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা দমকল বাহিনীর ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দমকল বাহিনীর আরও ৪ ইউনিট যুক্ত হয়। এ সময় মোট ১১ ইউনিট ২ ঘণ্টার বেশি সময় চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে বিকেলে সাভারের নতুন ডিইডিজেডের শর্শা ডেনিমস কারখানায় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে ডিইপিজেড দমকল বাহিনীর ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য আরও ২ ইউনিটসহ মোট ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
×