ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন গণমাধ্যমকে ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসু ভিপির

প্রকাশিত: ১১:২০, ৬ ডিসেম্বর ২০১৯

তিন গণমাধ্যমকে ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসু ভিপির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ব্যক্তিগত ফোনালাপ বিকৃত করে উপস্থাপনের অভিযোগে সম্প্রচার মাধ্যম নিউজ টোয়েন্টিফোর, ডিবিসি এবং সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নূর। অন্যথায় এ তিনটি গণমাধ্যমকে বর্জনসহ আইনী ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, নিউজ টোয়েন্টিফোর ও ডিবিসি চ্যানেল আমার কথোপকথনের একটি অডিও ক্লিপের খ-িতাংশ বিকৃতভাবে প্রচার করে ভুলভাবে উপস্থাপন করেছে। এতে আমার সম্মানহানি ও জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অডিওর প্রথম অংশের কথোপকথন একান্তই ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসা সংক্রান্ত ছিল। একইভাবে বাংলাদেশ প্রতিদিন অনলাইনেও একই সংবাদ প্রকাশ করে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে সেখানে আমি কোন প্রকল্প কর্মকর্তার সঙ্গে কোন কথা বলা কিংবা কোন তদবির করিনি। তিনি আরও বলেন, সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে ঘটনার সত্যতা যাচাই না করে, আমার কোন বক্তব্য না নিয়ে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে। ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করে গণমাধ্যমে প্রচার সংবিধান ও রাষ্ট্রীয় আইনবিরোধী। তাছাড়া তথ্য বিকৃত করে সংবাদ পরিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইনে স্পষ্ট অপরাধ। ডাকসু ভিপির কক্ষে তালা দেয়া নিয়ে নুরুল হক বলেন, বুধবার ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামক ছাত্রলীগ নেতাকর্মীদের একটি সংগঠন আমার পদত্যাগ দাবি করে, কক্ষে তালা লাগায়। যার আহ্বায়ক, আওয়ামীপন্থী নীল দলের বিতর্কিত শিক্ষক নেতা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন। একই সঙ্গে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয়ও একই দাবি করেন। ঘটনাগুলো বিশ্লেষণ করে আমি মনে করি যে, এটি একটি পরিকল্পিত ঘটনা। উল্লেখ্য, এক ব্যক্তির সঙ্গে ১৩ কোটি টাকার লেনদেন এবং প্রবাসী এক ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপি নুরুল হক নূরের ফোনালাপ ফাঁস হয়। নুরুল হক এ ফোনালাপ নিজের বলে স্বীকার করে নিলেও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেয় ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।
×