ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ১১:১৩, ৬ ডিসেম্বর ২০১৯

উবাচ

এক সেকেন্ড লাগবে না! স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। কিন্তু পদত্যাগ করলে যদি পেঁয়াজের দাম কমে যায়, এক সেকেন্ডও লাগবে না আমার মন্ত্রিত্ব ছাড়তে। মন্ত্রিত্ব ছাড়ার দাবি করলেও কেউ আশা করেন না দেশে কোন কিছুর দায় নিয়ে কেউ পদত্যাগ করবেন। পেঁয়াজের দাম যখন একটু একটু করে বেড়ে চলেছে তখন টিপু মুনশি বাণিজ্যমন্ত্রী হিসেবে কি করেছেন? তিনি জানতেন দেশের আমদানি পেঁয়াজের ৯০ ভাগই আসে ভারত থেকে। ভারতে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। তখন কি উচিত ছিল না বিকল্প অনুসন্ধান করা। তিনি কবে বিকল্প অনুসন্ধান করলেন যখন একেবারে ভারত যখন রফতানির ওপর বড় অঙ্কের শুল্ক বসিয়ে দিলো। ফলে বাজারে একটি সঙ্কট সৃষ্টি হলো। যার ফায়দা পুরোটা আমদানিকারকের ঘরে। এর কি কোন দায় নেই! তিনি বলেছেন আগামী কয়েক বছরের মধ্যে আমরা পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। ভারত গরু রফতানি বন্ধ করে দেয়াতে এখন দেশে অনেক গরু চাষ হচ্ছে। তখন আর এখনের ফারাক এটাই গরুর মাংস তখন ছিল ২৫০ টাকা কেজি এখন ৫৫০ টাকায় যা মিলছে। হতাশ হলে চলবে না স্টাফ রিপোর্টার ॥ জামিন হয়নিতো কি হয়েছে। আবার যাব আবার হট্টগোল করব। আর চকলেট খাব। বিএনপির ভাবখানা এমন। বৃহস্পতিবার সকালে কাওরান বাজারে বিএনপির এক বিক্ষোভ মছিল দেখে কাওরান বাজারের এক টোকাই মন্তব্য করেছে এই এতটুকে কাউরে নামানো যাবে না। কিন্তু যাই কিছু হোক বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছন, হতাশ হলে চলবে না। মির্জা ফখরুল বলেন, সবাইকে রাস্তায় নামতে হবে। হতাশ হলে চলবে না। প্রতি রাতের পরই নতুন সূর্য ওঠে। আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে। আমাদের সময় আমরা নতুন দেশ তৈরি করেছি। আজ তরুণদের এগিয়ে আসতে হবে। নাটক করব স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের রাজনীতির বেশিরভাগকেই নাটক বললেন সেখানকার সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি এক ব্যবসায়ীর স্ত্রী আর ছেলেকে যেভাবে আটক করা হলো আর যে চিত্রনাট্য উপস্থাপন হলো তাতে মনে হয় শুধু রাজনীতি নয় নাটক চলছে আরও অনেক জায়গাতে। যাই হোক শামীম ওসমান বলছেন, ছোটবেলায় নারায়ণগঞ্জে নিয়মিত নাটক মঞ্চস্থ হতো আর সেসব নিয়মিত দেখতেনই শুধু নয় একটি নাটকে অভিনয়ও করেছিলেন তিনি। কিন্তু এখন আর নাটক তেমন হয় না। নারায়গঞ্জ থেকে নাটক নাকি বিলুপ্ত হয়ে গেছে। তিনি বলেন, নারায়ণগঞ্জে যে নাটক চলছে তা দেখতে দেখতে আমিও নাটক শিখে গেছি। এখন ধরাই যায় না কোনটা নাটক আর কোনটা সত্য। আমিও নাটক করব। ঠিকইতো নাট্য অভিনেতারা যদি সব রাজনীতিতে জড়িয়ে পড়েন তাহলেতো নাটক বিলুপ্ত হবেই।
×