ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও ভারতের ৩ বন্দরকে পোর্ট অব কল ঘোষণা

প্রকাশিত: ১১:১২, ৬ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ ও ভারতের ৩ বন্দরকে পোর্ট অব কল ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ ভারত এবং বাংলাদেশের তিন নৌবন্দরকে ‘পোর্ট অব কল’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় দুই দেশের নৌসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বাহাদুরাবাদ ও ভারতের যোগী এবং গোপা নৌবন্দরকে পোর্ট অব কল ঘোষণা করা হয়। একই সঙ্গে দেশের মংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চাইলে এখনকার নির্ধারিত সকল চার্জ পরিশোধ করেই ভারতকে তা করতে হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দিনভর বৈঠকের শেষে বিকেলে এক সংবাদ সম্মেলনে হাজির হন দ্ইু দেশের নৌসচিব। দিনব্যাপী বৈঠকে নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ এবং ভারতের পক্ষে সেদেশের নৌপরিবহন সচিব গোপাল কৃষ্ণ নেতৃত্ব দেন। সংবাদ সস্মেলনে জানানো হয়, ভারতের সঙ্গে প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট এ্যান্ড ট্রেড (পিআইডব্লিউটিটি) বিষয়ক বৈঠকে মোক্তারপুর, পানগাঁও এবং বাহাদুরাবাদ নৌবন্দর ব্যবহারের অনুমতি দেয়ার বিষয়ে বাংলাদেশ সম্মত হলেও সচিব কমিটি বাহাদুরাবাদ ঘাটকে পোর্ট অব কল ঘোষণা দেন। অন্যদিকে ভারতের যোগী ও গোপা নৌবন্দরকে পোর্ট অব কল ঘোষণা করা হয়।
×