ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৯:২৯, ৬ ডিসেম্বর ২০১৯

ফ্যাশন সংবাদ

রঙ বাংলাদেশ বছর ঘুরে আবার ডিসেম্বর। বাঙালীর অনন্য অহঙ্কারের মাস। বিজয় গৌরবে মেতে ওঠার উপলক্ষ। আজন্ম সৃজনশীল বাঙালীর এই উদযাপন কেবল গল্প, গান, কবিতায় নয়, বরং বসনেও হয় স্মৃতিতর্পণ। বিজয়ের উদযাপনকে অন্য মাত্রা দিতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশের ঘরোয়া ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম শীর্ষ হাউস রঙ বাংলাদেশ। বিজয় উল্লাস থিম হিসাবে এবার ধরা হয়েছে কাপড়ের ক্যানভাসে। দেশে এবং দেশের বাইরে বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া আমার বাংলাদেশ সাবব্র্যান্ডের অধীনে তৈরি হয়েছে সকল সামগ্রী। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। শেফস বিয়ন্ড হোম যারা ঘরে তৈরি খাবার অনলাইনের মাধ্যমে বিক্রয়ের ব্যবসায় জড়িত, এমন ১৫ জন উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে শেফ’স বিয়ন্ড হোম। পেশাদার শেফ না হলেও, নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ব্যবসাগুলোর খবর ক্রেতাদের কাছে পৌঁছে দেবার জন্য ইভেন্টে অংশ নিয়েছিলেন-ফ্লেভারিনো বাই স্যাম, কুক আপ্স, মলি’স ফ্যামিলি কিচেন, ডলি’স এ্যাটেলেয়ার, চাচি’স চক, হোম কিচেনেটস্, বৃওষ্, বোনাঞ্জা লাইফস্টাইল, ফুড ফ্রলিক ও কুক অফ, টোনাটুনিস ক্যাটারিং ও পাঁচফোড়ন। আপনার বাড়ির খাবারের কথা মনে করিয়ে দিতে, নিঃসন্দেহে স্বাস্থ্যকর ও মুখোরোচক বিরিয়ানি থেকে শুরু করে লোভনীয় মিষ্টান্ন, স্ন্যাকস্সহ সন্তুষ্ট করার জন্য সব কিছুরই আয়োজন ছিল এক ছাদের নিচে। অনেকেই গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য কোনও প্ল্যাটফর্ম পান না, তাদের প্রচার করাই পপ অফ কালারের মূল উদ্দেশ্য। ফড়িং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ফড়িং বেশ কিছু নতুন ডিজাইন দিয়ে সাজিয়েছে প্রতিটি শোরুম। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি শার্ট, শার্ট প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এ্যামব্রয়ডারি, এ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, ¯েপ্র, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি। লাল সবুজের পাশাপাশি পোশাকে রং করা হয়েছে আকাশি, মেরুন, ধূসর প্রভৃতি। বিভিন্ন কাজের সুতি শাড়ির দাম পড়বে ৫০০ টাকা থেকে ২৬০০ টাকা। সিল্ক শাড়ির দাম পড়বে ১৮৫০ টাকা থেকে ৫৫০০ টাকা, জামদানি শাড়ির দাম পড়বে ২০০০ টাকা থেকে ২০,০০০ টাকা। সুতি সালোয়ার কামিজের দাম পড়বে ৫৯০ টাকা থেকে ২৫০০ টাকা। সিল্ক সালোয়ার কামিজের দাম পড়বে ১৩০০ টাকা থেকে ৩৫০০ টাকা, সুতি ফতুয়ার দাম পড়বে ২৯৫ টাকা থেকে ৭২০ টাকা। সিল্ক ফতুয়ার দাম পড়বে ৬৫০ টাকা থেকে ১৪০০ টাকা। ফ্যাশন এ্যাওয়ার্ড ফ্যাশন ডিজাইনার আনিসুজ্জামান আনিস দ্বিতীয় বারের মতো আমেরিকার মাটিতে এন আর বি তারকা এ্যাওয়ার্ড পেলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাশন জগতে অবদান রাখার জন্য আমার এ এ্যাওয়ার্ড প্রাপ্তি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম ভাইকে। আমাকে বেস্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে পুরস্কৃত করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন বিদেশের মাটিতে ভাল ভাল কাজ কওে দেশের সুনাম অর্জন করতে পারি
×