ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ কি করলেন বাকী!

প্রকাশিত: ০৯:২৮, ৫ ডিসেম্বর ২০১৯

 এ কি করলেন বাকী!

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ চলমান এসএ গেমসে শূটিংয়ের পুরুষ বিভাগের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে তাম্রপদক লাভ করেছেন বাংলাদেশের তারকা শূটার আবদুল্লাহ হেল বাকী। এই ইভেন্টে ২৪৯.২ স্কোর করে স্বর্ণ জেতেন ভারতের পংকজ কুমার। রৌপ্যপদক পান ভারতের অঙ্কুশ যাদব। তিনি স্কোর করেন ২৪৮.৭। এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিততে না পারাটা বাকীর জন্য আক্ষেপ হয়ে রইল। শনিবার ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে আতকিয়া হাসান দিশার সঙ্গে জুটি বেঁধে স্বর্ণের লড়াইয়ে খেলবেন বাকী। এই জুটি আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। বাকী এবার এসএ গেমসে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতবেন এটাই প্রত্যাশা ছিল দেশবাসীর। কেননা, এই আসরে কখনই পদক জিততে পারেননি তিনি। যদিও ২০১০ এসএ গেমসে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। এবার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ের খুবই সন্নিকটে চলে গিয়েছিলেন। কিন্তু মাত্র ০.১ পয়েন্ট পিছিয়ে থাকায় পিছিয়ে পড়েন কাংখিত সাফল্য লাভের লড়াইয়ে।
×