ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিরামিক রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ৫ ডিসেম্বর ২০১৯

  সিরামিক রপ্তানিতে সহায়তা বাড়াবে সরকার ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, সিরামিক পণ্য রপ্তানিতে সহায়তা দিবে সরকার। বাংলাদেশের সিরামিক পণ্য বিশ^বাজারে ইতোমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। উন্নত বিশে^ বাংলাদেশের তৈরী সিরামিকের চাহিদা দিনদিন বাড়ছে। সিরামিকের গুণগতমান ও নির্মাণ শৈলী ব্যবহারকারীদের আকর্ষণ করছে। বাংলাদেশ সরকার তৈরী পোশাকের পাশাপাশি যে সকল পণ্য রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, তার মধ্যে অন্যতম সিরামিক পণ্য। বাণিজ্যমন্ত্রী বলেন, সিরামিক পণ্য তৈরীর জন্য কাঁচামাল ছাড়া অত্যাধুনিক পরিবেশ বান্ধব ফ্যাক্টরি, গ্যাস-বিদ্যুৎ এবং সহজলভ্য দক্ষ শ্রমিক আমাদের আছে। বিশে^র যে কোন দেশের সাথে প্রতিযোগিতা করে বাজারে টিকে থাকার সক্ষমতা বাংলাদেশের আছে। সিরামিক শিল্পকে আরো লাভজনক ও রপ্তানিমূখী করতে সরকার সবধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। যে সকল ক্ষেত্রে সমস্যা রয়েছে, তা চিহ্যিত করে সমাধান করা হবে। বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ সিরামিক ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিনদিনব্যাপী ‘সিরামিক এক্সপো-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরী পোশাক নানা প্রতিকুল পরিবেশ মোকাবেলা করে আজ বর্তমান অবস্থানে এসেছে। তৈরী পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। বাংলাদেশে সিরামিক শিল্পের প্রসার ঘটছে দ্রুত। আন্তরিকতার সাথে কাজ করে এ শিল্পকে এগিয়ে নিতে হবে। এ শিল্প আমাদের ঐতিহ্য ধারন করে এগিয়ে যাচ্ছে। সামনে উজ্জল ভব্যিৎ, এ সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। আমাদের ঘরে ঘরে সিরামিকের ব্যবহার বাড়ছে। দেশেই উৎপাদনের কারনে তুলনামূলক কমদামে মানুষ সিরামিক সামগ্রী ব্যবহার করতে পাচ্ছেন।
×