ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেষ হলো ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য সভা

প্রকাশিত: ০৪:২৪, ৫ ডিসেম্বর ২০১৯

     শেষ হলো ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য সভা

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর আন্তর্জাতিক নৃত্য বিষয়ক ২৩তম সভা অনুষ্ঠিত হয়ে গেল ফ্রান্সের রাজধানী প্যারিসে। গত ১ থেকে ৪ ডিসেম্বর ইউনেস্কোর সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক এ সভায় বাংলাদেশের হয়ে যোগ দেন নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার শাহ আলম রিয়াদ। এছাড়া বিশ্বের প্রায় ৫০টি দেশের নৃত্য শিল্পী, নৃত্য পরিচালক ও নৃত্য সংগঠকগণ যোগ দান করেন। সভায় বিভিন্ন দেশের নৃত্যের কার্যক্রম ও অগ্রগতি সম্বন্ধে দীর্ঘ আলোচনা হয় এবং ২০২০ সালের বিশ্ব নৃত্য বিষয়ক কর্ম-পরিকল্পনা ঠিক করা হয়। ইউনেস্কোর হয়ে শাহ আলম রিয়াদ আগামী বছর বিশ্বের বিভিন্ন দেশে বেশ কিছু নৃত্যবিষয়ক সভা ও অনুষ্ঠানে যোগদান করবেন। শাহ আলম রিয়াদ বাংলাদেশ টেলিভিশনের একজন নিয়মিত নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। এছাড়া তিনি বাংলাদেশ শিশু একাডেমি, কেন্দ্রীয় কার্যালয়ে নৃত্য প্রশিক্ষক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সংগীত শিক্ষা কেন্দ্রের নৃত্যের শিক্ষক এবং বাংলাদেশ বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) ভাইস- প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন।
×