ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত: ০২:৪৪, ৫ ডিসেম্বর ২০১৯

বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার সকালে নগরীসহ জেলার গৌরনদী উপজেলায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজ সেবা কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন, সমাজ সেবা কার্যালয় সহকারী পরিচালক জাবির আহমেদ প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। একইদিন সকালে জেলার গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বেসরকারী স্বেচ্ছাসেবী উন্নয়ন সিসিডিবি, আভাস এবং এইডের যৌথ সহযোগিতায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সাবেক ভাইস চেয়াম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার বাদশাহ্ ফয়সাল, এইডের নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী প্রমুখ। ওইদিন সকালে গৌরনদী উপজেলার ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাসের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। শেষে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বাদশা ফয়সাল। বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, কারিতাসের মাঠ সংগঠক সুনীল মল্লিক, পল রায় প্রমুখ।
×