ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জনকণ্ঠের সাংবাদিককে সম্মাননা

প্রকাশিত: ০২:০২, ৫ ডিসেম্বর ২০১৯

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় জনকণ্ঠের সাংবাদিককে সম্মাননা

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য মাদারীপুরের কালকিনি উপজেলার দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও স্থানীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাবেক সাধারন সম্পাদক মোঃ জাফরুল হাসানকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী সেমিনার কক্ষে দৈনিক বঙ্গজননী পত্রিকার ২৬ বছর পূর্তি উপলক্ষে " দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা " শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে ফিরে এ তথ্য নিশ্চিত করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন (এমপি)। বঙ্গজননী পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ কামরুজ্জান জিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এলামনাই নিউজের ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও কেন্দ্রীয় তামাক- মাদক, সন্ত্রাস দূর্নীতি বিরোধী জোটের প্রতিষ্ঠাতা সভাপতি আলী নিয়ামত, বাংলাদেশ সরকারের সাবেক সচিব মাসুদ আহম্মেদ, নৌ- পরিবহন মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী মোঃ শাজাহান খানের সহ-ধর্মীনি ও বঙ্গজননী পত্রিকার প্রধান উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনজীবি আসাদুজ্জামান দূর্জয়, কেন্দ্রীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা- কর্মীরা। এবং বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
×