ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টটেনহ্যামকে থামাল ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ২৩:২৯, ৫ ডিসেম্বর ২০১৯

টটেনহ্যামকে থামাল ম্যানচেস্টার ইউনাইটেড

অনলাইন ডেস্ক ॥ জোসে মরিনহো দায়িত্ব নেওয়ার পর উড়ছিল টটেনহ্যাম হটস্পার। টানা তিন জয় তুলে ইংলিশ লিগের দাপট দেখাচ্ছিল টটেনহ্যাম। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে ফিরে হোঁচট খেল টটেনহ্যাম। মরিনহোর অধীনে টটেনহ্যাম পেল প্রথম পরাজয়ের স্বাদ। বুধবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যদের। ওল্ড ট্রাফোর্ডে মরিনহোর শেষ সময়টা ভালো কাটেনি। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালিন দলকে ভালো কিছু উপহার দিতে পারেননি। তবে টটেনহ্যামের দায়িত্ব নেওয়ার পর নিজের কমফোর্ট জোনে ফিরেছিলেন অভিজ্ঞ এ কোচ। ওল্ড ট্রাফোর্ডে দুই দলের ম্যাচকে ঘিরে যে বাড়তি উত্তেজনা ছিল তার মূল কারণ ওই মরিনহো। ম্যাচের শুরু থেকে স্বাগতিক দলের দাপট ছিল চোখে পড়ার মতো। ষষ্ঠ মিনিটেই তারা ফল পেয়ে যায়। র্যাশফোর্ড গোল করে দলকে এগিয়ে নেন। ডি বক্সের ভেতরে বল পেয়ে জোরালো শট নিয়ে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যায় ম্যাচ। ৩৯ মিনিটে টটেনহ্যাম গোলের দেখা পায়। ডেলে আলি কোনোকুনি শটে ম্যানইউর রক্ষণ ভাঙেন। ১-১ সমতায় দুই দল যায় বিরতিতে। বিরতি থেকে ফিরে স্পটকিক পায় স্বাগতিকরা। সফল স্পটকিকে দলকে আবার এগিয়ে নেন র্যাশফোর্ড। শেষ ১০ ম্যাচে এটি র্যাশফোর্ডের নবম গোল। ইংলিশ মিডফিল্ডার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ম্যাচের শেষ সময়ে। কিন্তু পেনাল্টি মিস করে জয়ের মঞ্চে হ্যাটট্রিকের স্বাদ পাননি। ১৫ ম্যাচে ৫ জয় ও ৬ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৫ ম্যাচে সমান ৫টি করে জয়, ড্র ও হারের স্বাদ পেয়েছে টটেনহ্যাম। ২০ পয়েন্টে তাদের অবস্থান আটে।
×