ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোহাম্মদ ইব্রাহীম খলীলুল্লাহ

চিহ্ন দেখে গুণমান

প্রকাশিত: ১১:৩৮, ৫ ডিসেম্বর ২০১৯

চিহ্ন দেখে গুণমান

প্লাস্টিকের যে বোতলগুলো নিত্যব্যবহার্যে লাগাচ্ছি আমরা, তা স্বাস্থ্যহানির কারণ কিনা চিহ্নের মাধ্যমে শনাক্ত করা যায়। প্রতিটি বোতলের গায়ে ত্রিকোণ চিহ্ন থাকে। এ চিহ্নটি প্লাস্টিক বোতলের চারিত্রিক ইনডেক্স। চিহ্নটি দিয়ে বোঝানো হয়, বোতলটি বিধিসম্মতভাবে তৈরি। কিন্তু এটা ব্যবহার কতটা নির্ভরযোগ্য তা ত্রিকোণ চিহ্নের ভেতরে থাকা সংখ্যাটি দিয়ে বোঝানো হয়। যেমন ত্রিকোণের ভেতরে যদি ‘১’ থাকে, বুঝতে হবে এটা ওয়ানটাইম। এ বোতল দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। যদি চিহ্নের ভেতরে ‘২’ সংখ্যা থাকে, তা ঘন পলিথিনের তৈরি। শ্যাম্পু বা ডিটারজেন্ট রাখতে এ বোতল ব্যবহৃত হয়। যদি ‘৩’ সংখ্যা থাকে, তবে তা খুব বেশি ব্যবহার করা যাবে না। পোলিভিনিল বা পিভিসির তৈরি এ বোতল ব্যবহারে মরণব্যাধি ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। ত্রিকোন চিহ্নের ভেতর যদি ‘৪’ লেখা থাকে, তবে তা বহু ব্যবহারের উপযোগী। আর ‘৫’ সংখ্যা থাকলে সে বোতল ব্যবহার একদমই নিরাপদ। সিরাপের বোতল বা খাবারের কন্টেনারে এ ধরনের চিহ্ন থাকে। ‘৬’ অথবা ‘৭’ সংখ্যা তা ব্যবহার করা একেবারেই অনিরাপদ। এ ধরনের প্লাস্টিক বোতল ক্রমাগত ক্যান্সারের প্রবণতা বাড়ায় বলে একে প্লাস্টিকের রেডকার্ড অভিহিত করা হয়। প্রিয় পাঠক : প্লাস্টিকের বোতল ব্যবহারে সতর্ক হোন, নিজেকে এবং প্রিয়জনকে নিরাপদ রাখুন। ঢাকা থেকে
×