ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রকাশিত: ০৯:৩৫, ৪ ডিসেম্বর ২০১৯

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জমি নিয়ে সংঘর্ষে আহত যুবক শামীম(২৮) আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের জমি নিয়ে গত ২৯ নভেম্বরের সংঘর্ষ হয়। এই সংর্ঘর্ষে শামীম গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল। চিকিৎসাধীর অবস্থায় আজ বুধবার ৪ ডিসেম্বর সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শামিম হোসেন উপজেলার বড়খাতা এলাকার আমিনুর রহমানের ছেলে। থানা পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওই এলাকার আব্দুর রহমান ও সফিয়ার রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে গত ২৯ নভেম্বর, শুক্রবার সকালে উপজেলার বড়খাতা এলাকার দোলাপাড়ায় সফিয়ার রহমান তার দল নিয়ে দেশীয় অস্ত্রসহ দখলের উদ্দেশ্যে জমিতে হালচাষ শুরু করে। এ সময় আব্দুর রহমান, শামসুল হক ও শামিম হোসেনসহ কয়েকজন বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। এতে শামিমসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামিম মারা যান।
×