ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেসুসের জোড়া গোলে দুইয়ে ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ২২:০৫, ৪ ডিসেম্বর ২০১৯

জেসুসের জোড়া গোলে দুইয়ে ম্যানচেস্টার সিটি

অনলাইন ডেস্ক ॥ অসাধারণ দুই গোলে পথ দেখালেন গাব্রিয়েল জেসুস। দাপুটে ফুটবলে বড় জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। বার্নলিকে হারিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। তাদের অন্য দুই গোলদাতা রদ্রি এরনান্দেস ও রিয়াদ মাহরেজ। লিগে শেষ চার ম্যাচে সিটির এটি দ্বিতীয় জয়। গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-২ ড্র করেছিল তারা। ম্যাচের ২৪তম মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন জেসুস। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। ডান দিক থেকে বের্নার্দো সিলভার দারুণ ক্রসে বল ছোট ডি-বক্সের বাইরে পেয়ে জোরালো ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। ৬৮তম মিনিটে রদ্রি ব্যবধান আরও বাড়ান। দাভিদ সিলভার শট একজনের পায়ে লেগে বল চলে যায় রদ্রির পায়ে। বুলেট গতির শটে বল জালে পাঠান খানিক আগেই বদলি নামা এই স্প্যানিশ মিডফিল্ডার। ৮৭তম মিনিটে আলজেরিয়ার মিডফিল্ডার মাহরেজ দূরপাল্লার শটে স্কোরলাইন ৪-০ করলে জয় নিশ্চিত হয়ে যায় সিটির। দুই মিনিট পর স্বাগতিকদের একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন রবার্ট ব্র্যাডি। ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি। আসরে এখন পর্যন্ত অপরাজিত লিভারপুল ১৪ ম্যাচে ১৩ জয় ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ম্যানচেস্টার সিটির সমান ৩২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে লেস্টার সিটি। তবে গুয়ার্দিওলার দলের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ১৪ ম্যাচে ২৬। ২১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে এক ম্যাচ বেশি খেলা ক্রিস্টাল প্যালেস। ২০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে ১৪ ম্যাচ খেলা টটেনহ্যাম হটস্পার।
×