ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৪৬, ৩ ডিসেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের চার ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় অবস্থিত চারটি ইটের ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথভাবে এ অভিযান চালানো হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার নেতৃত্বে এ অভিযান চলে। এসময় চারটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ভেকু দিয়ে চারটি ইটভাটার স্ট্রাকচার ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং ইটভাটাগুলো কার্যক্রম বন্ধ রাখার মালিকদের নির্দেশনা দেয়া হয়। ইটভাটাগুলো হলো- মেসার্স শাহাবুদ্দিন ব্রিকস, মেসার্স সাউদ আরবান ব্রিকস, মেসাস সুপার ব্রিকস ও মেসার্স পুপুলার ব্রিকস। এ সময় উপস্থিত ছিলেন - নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোঃ সাঈদ আনোয়ারসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তা ও পুলিশের সস্যরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে যেসব ইটভাটা আধুনিক পদ্ধতিতে গড়ে ওঠেনি এবং অবৈধভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কয়েকদফা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন থেকে নোটিশ দেয়ার পরও তারা তাদের ইটভাটা গুণগত মান পরিবর্তন করেননি। এসব ইটভাটাকে চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা এবং এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ সাঈদ আনোয়ার জানান, উচ্চ আদালতের নির্দেশের আলোকে পরিবেশ অধিদফতর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ উদ্যোগে গত দুইদিন ধরে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলো কে চিহ্নিত করে অভিযান শুরু করেছে। গত দুই দিনে অভিযান চালানো হয়েছে এই ৯টি ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং নয়টি ইটভাটাকে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জ সাড়ে তিন শতাধিক ইটভাটা রয়েছে যার মধ্যে ৩০ শতাংশ ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এসব ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করে দেয়া হবে।
×