ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগে খালেদার জামিনের সুযোগ আছে ॥ ড. কামাল

প্রকাশিত: ০৮:০৪, ৩ ডিসেম্বর ২০১৯

আপীল বিভাগে খালেদার জামিনের সুযোগ আছে ॥ ড. কামাল

স্টাফ রিপোর্টার ॥ আপীল বিভাগে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার যে শুনানী চলছে তাতে তাঁর জামিনের সুযোগ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। মঙ্গলবার বিকেলে তাঁর মতিঝিল অফিসে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য। জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকেও সেটা স্পষ্ট করে বলা হয়েছে। আমি স্পষ্ট করেই বলছি, তাঁর জামিনের সুযোগ অবশ্যই আছে। বৈঠক শেষে জেএসডি সভাপতি আসম আবদুর রব বলেন, আমরা গত মাসের ২২ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তিনি অত্যন্ত সরল মনে আমাদেরকে বললেন, খালেদা জিয়ার আত্বীয়-স্বজনসহ পরিবারের সবাই তাঁর সঙ্গে দেখা করছেন। আপনারা কেনো পারবেন না। অবশ্যই দেখা করতে পারবেন। তার অর্থ নীতিগতভাবে তিনি আমাদের দেখা করার অনুমতি দিয়ে দিয়েছেন। আরও বললেন শুধু আ্ইজি প্রিজনের কাছে আমি দায়িত্বটা দিচ্ছি যাতে অফিসিয়াল ফরমেলেটিজটা মেনটেইন করা হয়। এ পর্যন্ত আইজি প্রিজন সাহেব কিছু জানাননি। আমি বহুবার ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছি, তারা আমাদেরকে সদত্তোর দিতে পারেনি। তারা আমাদের খালেদা জিয়াকে দেখার সুযোগ দিচ্ছেন না। বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বৈঠকে কারাবন্দী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয় এবং উদ্বেগ প্রকাশ করা হয়। আমরা জানি যে মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দীর্ঘ ৬৬৪দিন কারাগারে বন্দী করে রাখা হয়েছে। সর্বশেষ শারীরিক অবস্থা বিবেচনায় আমরা তার আশু মুক্তি দাবি করছি। সভায় আমাদের প্রধান দাবি ছিল এটাই। আমরা মনে করি তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন। যদি কোনো কারণে তার প্রতি সুবিচার না করা হয়, জামিন দেয়া না হয়, মুক্তি দেয়া না হয়। তাহলে যে পরিস্থিতি হতে পারে তার জন্য এই সরকারই দায়ী থাকবেন। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণফোরামের নেতা অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্পধারা (একাংশ) সভাপতি অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ।
×