ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৬:৪৪, ৩ ডিসেম্বর ২০১৯

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ায় “নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা দেড় টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন আস্থা প্রকল্পের আয়োজনে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে ছবি প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ। আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতন করার লক্ষ্যে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মো. আসাদুর রহমান, প্রভাষক নাজমা আক্তার প্রমূখ। আলোচনা সভায় আইন ও সালিশ কেন্দ্রের তথ্য সুত্রের বরাত দিয়ে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত কয়েকটি জাতীয় পত্রিকায় উল্লেখিত ঘটনার আলোকে ধর্ষণের শিকার ১২শ তিপ্পান্ন জন নারী, ধর্ষণ চেষ্টার শিকার ২শ জন নারী, যৌন হযরানীর শিকার হয়েছেন দুইশ ২১ জন নারী, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন দুইশ ৫১œ জন নারী, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬২ জন নারী, যৌন হয়রানী ও ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ২২ জন নারী, ধর্ষণের প্রতিবাদ করায় খুন হয়েছেন ৪ জন নারী ও ২ জন পুরুষ, শিশু ধর্ষনের শিকার হয়েছে আটশ ৭১ জন, ধর্ষণ চেষ্টার শিকার একশ ৪৯ শিশু ও ৮০ ছেলে শিশু ও ২৬ ছেলে শিশু যৌন সহিংসতার শিকারের কথা তুলে ধরা হয়। আলোচনা সভায় দিনের পর দিন এভাবে যৌন হয়রানী ও ধর্ষণ, ধর্ষণ চেষ্টার সময় প্রতিবাদ, অপরাধীর শাস্তি নিশ্চিত করন, সামাজিক ও আইনগত হয়রানি ও সম্মানের ভয়ে লুকিয়ে না রেখে প্রতিবাদ করা, সহিংসতার শিকার নারী-শিশুদের সাহায্য করা, নারীর প্রতি সম্মান সূচক দৃষ্টিভঙ্গি ও প্রাপ্য মর্যাদা দেয়া, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত হয়ে তা বিশ্বাস আনাসহ পারিবারিকভাবে নির্যাতন মুক্ত রেখে সকল নির্যাতন রুখতে এলাকাবাসী ও প্রশাসনের সার্বিক সহযোগীতা নেয়ার আবহ্বান জানানো হয়।
×