ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ৪৫ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:৩৮, ৩ ডিসেম্বর ২০১৯

দিনাজপুরে ৪৫ টাকা দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ একদিকে পুরুষ আর একদিকে মহিলার দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে জনপ্রতি মিলছে এক কেজি পেঁয়াজ। সেটাও বিনামূল্যে নয়, ৪৫ টাকা কেজি দরে। এরপরও পেঁয়াজ হাতে পেয়ে একেকজনের চোখেমুখে যুদ্ধ জয়ের হাসি। দিনাজপুর ইন্সটিটিউট মাঠে এমন দৃশ্য চোখে পড়লো আজ মঙ্গলবার দুপুর দেড় টার দিকে। এর আগে সকাল ১১ টা থেকে দিনাজপুর ইন্সটিটিউট মাঠ থেকে এই পেঁয়াজ বিক্রি শুরু হয়। দিনাজপুর জেলায় মাত্র একজন টিসিবি’র ডিলারের মাধ্যমে পেঁয়াজ বিক্রি হচ্ছে। কানাই লাল নামে ওই ডিলার বরাদ্দ পেয়েছেন মাত্র ৪ টন পেঁয়াজ। আর প্রতিদিন বিক্রি করা হবে এক টন করে। ইন্সটিটিউট মাঠে গিয়ে দেখা যায়, লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনছেন ক্রেতা সাধারন। প্রতিজন ক্রেতাকে ৪৫ টাকা কেজি দরে এক কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। কোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে টিসিবির গাড়ীর পাশে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অধীনে পুলিশ মোতায়েন রয়েছে। ক্রেতারা বলছেন, যেখানে বাজারে পেঁয়াজের মূল্য ২২০ টাকা কেজি, এখানে পেঁয়াজ কেজি মাত্র ৪৫ টাকা কেজি। যার কারনে তাদের এই আগ্রহ আর স্বল্পমূল্যে পেঁয়াজ পেয়ে এই আনন্দ। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামসুজ্জাহান পলি জানান, পেঁয়াজের মূল্যের উর্দ্ধগতি নিয়ন্ত্রনে স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। বরাদ্দ অনুযায়ী বিভিন্ন এলাকায় পেঁয়াজ বিক্রি করা হবে এবং প্রতিজন এক কেজি করে পেঁয়াজ পাবেন। ৪ টন বরাদ্দ পাওয়া গেছে, এটা শেষ হয়ে গেলে আরও বরাদ্দ পাওয়া যাবে কি না এটি নিশ্চিত করতে পারেননি তিনি। টিসিবির ডিলার কানাই লাল জানান, টিসিবি’র পেঁয়াজ কিনতে জনগনের বেশ আগ্রহ রয়েছে এবং হুমড়ি খেয়ে পেঁয়াজ কিনছেন। টিসিবি কর্তৃপক্ষ বরাদ্দ বাড়িয়ে দিলে জনগন আরও বেশি উপকৃত হবে বলে জানান তিনি।
×