ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু

প্রকাশিত: ০৫:১৯, ৩ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাধ্যমে গ্রাহকদের কাছে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ বিক্রি উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আপাতত একেক জনকে ১কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, প্রথম দিন টিসিবি ডিলার আলমডাঙ্গা উপজেলার মেসার্স কাকুলি টেড্রার্সের স্বত্তাধীকারি সিরাজুল ইসলামের অনুকুলে ৪ টন পেঁয়াজ বরাদ্দ দেয়া হয়। চাহিদা অনুয়ায়ী পর্যায় ক্রমে আরো বরাদ্দ পাওয়া যাবে। টিসিবি পেঁয়াজ বিক্রি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, এনডিসি সিব্বির আহমেদ ও জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম।
×