ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের আনন্দ র‌্যালি

প্রকাশিত: ০৪:২৭, ৩ ডিসেম্বর ২০১৯

মুক্তিযোদ্ধাদের আনন্দ র‌্যালি

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ আজ মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধারা পীরগঞ্জ পৌর শহরে আনন্দ র‌্যালি করেছে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর পীরগঞ্জ উপজেলা থেকে পাক হানাদার বাহিনী মুক্ত হওয়ায় আনন্দ র‌্যালি করা হয়। এই দিনটিকে পীরগঞ্জবাসী শত্রু মুক্ত দিবস হিসেবে পালন করে থাকে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সামাজ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সন্তানরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র‌্যালীতে অংশ নেয়। র‌্যালী শেষে পূর্ব চৌরাস্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া পাঠ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইব্রাহিম খান, পীরগঞ্জ সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ কৃষ্ণমোহন রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কমরেড নুরুজ্জামান, আওয়ামী লীগ নেতা আলহাজ শাহাজাহান আলী, শামীমুজ্জামান জুয়েল, সাংবাদিক মেহের এলাহী, কাজী নরুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।
×