ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে কারাদন্ড

প্রকাশিত: ০৯:৪৫, ৩ ডিসেম্বর ২০১৯

 ফরিদপুরে বাল্যবিয়ের  আয়োজন করায়  বর ও কনের  বাবাকে কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ ডিসেম্বর ॥ বোয়ালমারী উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করার অভিযোগে বর ও কনের বাবাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। আদালত সূত্রে জানা যায়, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর ঝামাগ্রামের মোঃ ইরু মিয়ার ছেলে আলাউদ্দিন মোল্লার (২৫) সঙ্গে সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর (১৩) বিয়ের দিন ধার্য ছিল সোমবার। খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন কনের বাড়িতে হাজির হন এবং বাল্যবিয়ের আয়োজনের অভিযোগে বর ও কনের বাবা কারাদন্ড দেন। এ সময় মেয়েকে আগামী বছর ৫ম শ্রেণীতে ভর্তি এবং ১৮ বছর পূর্ণ না হলে তাকে বিয়ে না দেয়ার মুচলেকা দেন মেয়ের মা। শাকিলা বিনতে মতিন বলেন, বর ও কনের পিতার স্বীকারোক্তি অনুযায়ী বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ বলে দু’জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।
×