ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে বাঁচাতে হলে আ’লীগকে বাঁচাতে হবে : ওবায়েদুল কাদের

প্রকাশিত: ০৭:৪৭, ২ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশকে বাঁচাতে হলে আ’লীগকে বাঁচাতে হবে : ওবায়েদুল কাদের

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আর আওয়ামী লীগকে বাচাঁতে হলে দলের ত্যাগী নেতা কর্মীদের বাঁচাতে হবে, এতে দল টিকে থাকবে।’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি দলের শৃঙ্খলা রক্ষায় কঠোর হুশিয়ারী দেন। দল ভাড়ি করতে নিজের পরিবারের লোকদের কিংবা অন্য দলের মানুষদের দলে না টানার জন্য নির্দেশ দেন এবং দলের ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করার কথাও বলেন। আজ দুপুরে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনে কাজী আলমগীর হোসেন কে সভাপতি এবং ভিপি আব্দুল মন্নানকে জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক হিসেবে নাম ঘোষনা করেন ওবায়দুল কাদের। সম্মেলনে বিশেষ অতিথীর বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া দল। এই দল কোন ঠুনকো কচুপাতার পানি নয়, যে একে ধাক্কা দিয়ে ফেলে দেয়া যাবে। আওয়ামী লীগ হলো সেই দল, যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এর আগে সকালে জাতীয় সঙ্গিতের সাথে সাথে জাতীয় পতাকা এবং দলী পতাকা উত্তোলন করা হয়। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলণে শুভ উদ্ভোধন করা হয়। পরে সম্মেলন স্থলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্ভোধন করে সাবেক চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ। সম্মেলনে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য গোলাম রাব্বানী চিনুসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। সম্মেলনে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা উপজেলার হাজার হাজার নেতাকর্মী যোগ দেয়।
×