ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাশরাফীর হাত দিয়ে নড়াইলে টিসিবি’র পেয়াজ বিক্রি শুরু

প্রকাশিত: ০৪:৪১, ২ ডিসেম্বর ২০১৯

মাশরাফীর হাত দিয়ে নড়াইলে টিসিবি’র পেয়াজ বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ সরকার নির্ধারিত ৪৫ টকিা দামে নড়াইলে টিসিবি পেয়াজ বিক্রি শুরু করেছে। সোমবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে খোলা ট্রাকে সরকারী মূল্যে পেয়াজ বিক্রি উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তুজা। এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা,পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বার, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইয়ারুল ইসলাম প্রমুখ। টিসিবি ডিলার সূত্রে জানা গেছে, প্রতিদিন জনপ্রতি এককেজি করে একটন পেয়াজ বিক্রি হবে। এসময় সল্প মুল্যের পেয়াজ পেতে শতাধিক নানা শ্রেণী পেশার মানুষকে লাইনে দাড়িয়ে পেয়াজ নিতে দেখা যায়। এদিকে সরকারী ৪৫ টাকা মূল্যে পেয়াজ কিনতে পেরে খুশী সাধারন ভোক্তারা। এদিকে উদ্বোধনের পরই পেয়াজ কেনার ভীড় পড়ে যায়। ঘন্টা খানেকের মধ্যেই এসব পেয়াজ বিক্রি হয়ে যায়।
×