ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রিপল সেঞ্চুরিতে ২১ কিলোমিটার দৌড়েছেন ওয়ার্নার!

প্রকাশিত: ০০:১৪, ২ ডিসেম্বর ২০১৯

ট্রিপল সেঞ্চুরিতে ২১ কিলোমিটার দৌড়েছেন ওয়ার্নার!

অনলাইন ডেস্ক ॥ ট্রিপল সেঞ্চুরিতে উড়ছেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে ওয়ার্নার নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। বিশেষ করে বল টেম্পারিং কান্ডের পর নিষিদ্ধ হওয়া এবং দাপটের সঙ্গে ক্রিকেট অঙ্গনে ফেরায় ওয়ার্নার প্রশংসিত হচ্ছেন বেশ। অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্নার খেলেছেন ৩৩৫ রানের ম্যাজিকাল ইনিংস। এ ইনিংস খেলার পথে ওয়ার্নার প্রায় ২১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া এমনই খবর প্রকাশ করেছে ওয়ার্নারকে নিয়ে। সময়ের হিসেবে ওয়ার্নার ক্রিজে ছিলেন ৯ ঘন্টার বেশি সময়। ১২৭ ওভার ক্রিজে ছিলেন, এ সময়ে বল খেলেছেন ৪১৮টি। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করতে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবহার করছে এনটিএইচ ডিগ্রি। এ প্রযুক্তির সাহায্যে ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের ভাষ্যমতে, পুরো ইনিংসটি শেষ করতে ওয়ার্নার দৌড়েছেন ২০.৯২ কিলোমিটার যা ম্যারাথন দৌড়ের দূরত্বের প্রায় অর্থেক। ওয়ার্নারের ভাষ্যমতে, তার সাফল্যের বড় অস্ত্র তার ফিটনেস। আর ফিটনেস শতভাগ ঠিক রাখতে তার সবথেকে বড় প্রেরণা তার স্ত্রী। ‘আমি ফিটনেস নিয়ে গর্বিত। খেলার মধ্যে না থাকলে ট্রেডমিলে কাজ করি কিংবা দৌড়াই। আমার স্ত্রী দৌড়াতে প্রেরণা দিয়ে থাকে। তিনটি সন্তান নিয়ে আমরা প্রতিদিন সকালে উঠে ফিটনেসে নজর দিই, আমি এটা উপভোগ করি।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার বলছে, নিজেকে এবং অন্য প্রান্তের ব্যাটসম্যানদের মোট ১৪৬ বার ‘হাই ইন্টেনসিটি অ্যাক্সিলারেশন’-এ ছুটিয়েছেন ওয়ার্নার। সিঙ্গেলস-ডাবলস নিতে অনেক সময় স্প্রিন্টারদের মতো দৌড়েছেন এ ব্যাটসম্যান। নিজের এ সামর্থ্য বাড়াতে ওয়ার্নার অস্ট্রেলিয়ার স্প্রিন্টের সেরা কোচ রজার ফাবরির সাহায্য নেন। তার সঙ্গে কাজ করে দৌড়ে ক্ষীপ্র হয়েছেন বলে বিশ্বাস করেন ওয়ার্নার। ‘আমরা ফিটনেস নিয়ে কাজ করার জন্য সময় বের করে নিই এবং আমি এটা সত্যিই খুব উপভোগ করি। এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে। দারুণ কিছু সময় কাটানোয় আমি সেই ফল ভোগ করতে পারছি এখন।’
×